বিনোদন ডেস্কঃ ফিসফিসয়ে বললেন ‘আমার ডায়েট শুরু আজ, মানে জানুয়ারি ২ থেকে৷ বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন কী ডায়েট করা যায়?’ যখন ফোন গিয়েছিল দেশি মুরগির ঝাল রান্না করছিলেন৷ আর মাঝে মাঝেই চাখছিলেন! সুতরাং তাঁর ভাষ্য জীবন একটাই৷ খেতে ভালোবাসি, আগে তো খাই, তারপর এক্সারসাইজ!
মুশকিল হলো নায়িকা রান্নাও করেন তুখোড়৷ আমরা চাই তিনি খেয়ে-দেয়ে-আনন্দে থেকে ভালো অভিনয়টা করে যান৷ এসব ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর কথা।