স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ২য় ধাপে ঘোষিত তফসিলের ৬৮৪টি ইউপি থেকে ১২টি বাদ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি ঝামেলা থাকায় বুধবার ওই ১২ ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২য় ধাপে ৬৭২টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে ২ মার্চের মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। প্রার্থিতা বাছাই ৪-৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। নির্বাচন কমিশনের (ইসি) জেলা পর্যায় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।
যেসব এলাকায় ভোট স্থগিত করা হয়েছে :
গোপালগঞ্জ কোটাল পাড়ার বাঘা, ঠাকুরগাঁও রানিসংকৈল বাচোর, হোসেগাঁও, নুন্দুয়ার। চুড়াডাঙ্গা সদরের বেগপুর, শংকর চন্দ্, তিতুদহ, কোকশাবাড়ী, টুপামাড়ী,আমিনাবাদ, নুরাবাদ ও মাগুড়া সদরের, কুচিয়ামুড়া।
উল্লেখ, ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপের ৭১০ ইউপির নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮টি ইউপির নির্বাচন ৭ মে। পঞ্চম ধাপে ৭১৪ টি ইউপির ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপির নির্বাচন ৪ জুন। দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে এসব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়।