জাকারিয়া চৌধুরী ॥ হবিগঞ্জ পৌর সভা নির্বাচনে ১নং ওয়ার্ডে নির্বাচনী ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন সর্বোচ্চ সংখ্যক ১০ কাউন্সিলর প্রার্থী। গণসংযোগকালে প্রার্থীরা ভোটারদের দিয়ে যাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রি“তি। তবে ভোটারা সর্তক রয়েছেন প্রার্থীদের প্রতিশ্রতিকে পাত্তা না দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার কথাই ভাবছেন। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লায় সর্বত্র উত্তাপ ছড়িয়ে পড়ছে নির্বাচনী আমেজ। এ ওয়ার্ডে হবিগঞ্জ পৌরসভার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন। ১নং ওয়ার্ডে নির্বাচনী মাঠে যারা কাউন্সিলর পদে লড়ছেন তারা হলেন, আব্দুল মালেক (পাঞ্জাবী মার্কা), ইকবাল হোসেন (টেবিল ল্যাম্প মার্কা), মোঃ আবুল কাশেম (উটপাখি মার্কা), বর্তমান কাউন্সিলর মোঃ আবুল হাসিম (টিউব লাইট মার্কা), মোঃ আবুল হাসিম (ডালিম মার্কা), মোঃ ফজলু মিয়া (স্ক্রু ড্রাইভার মার্কা), মোঃ মফিজ মিয়া (গাজর), মোঃ আব্দুল মালেক (ব্রিজ মার্কা), মোহাম্মদ আফজাল মিয়া (ব্ল্যাক বোর্ড মার্কা), রথীন্দ্র কুমার দেব (পানির বোতল)। অপরদিকে ওয়ার্ডের রয়েছে বিভিন্ন সমস্যা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে ওয়ার্ডের বিভিন্ন সড়ক। দেখা দেয় জলাবদ্ধতা, নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। অনেক ভোটারাই মনে করছেন প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় যে প্রার্থী গোষ্ঠীগত ভোট বেশি আদায় করতে পারবে সেই প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে কে হচ্ছেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর তা দেখতে অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।