সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতকের সিংচাপইড়, খুরমা (দক্ষিণ), দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজালাবাদও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১৫নং ওয়ার্ডে চেয়ারম্যান পদে নূরুল হুদা মুকুট (মোটর সাইকেল) প্রতিকে ৪৯ভোট ও ব্যারিষ্টার ইনামুল কবির ইমন (চশমা) প্রতিকে ৩২ভোট, সাধারণ সদস্য পদে আবদুস শহিদ মুহিত (তালা) প্রতিকে ৬০ভোট ও ছানাউর রহমান ছানা (টিবওয়েল) প্রতিকে পেয়েছন ২১ভোট এবং ১৩. ১৪ ও ১৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নুরুন নাহার চৌধুরী চিনু (হরিণ) প্রতিকে ৫২ভোট ও সেলিনা আকতার (ফুটবল) প্রতিকে পেয়েছেন ২৬ভোট এবং ছাতক সদর, ছাতক পৌরসভা, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা ও খুরমা (উত্তর) ইউনিয়ন নিয়ে গঠিত ১৪নং ওয়ার্ডে চেয়ারম্যান পদে নূরুল হুদা মুকুট (মোটর সাইকেল) প্রতিকে ৪৬ভোট ও ব্যারিষ্টার ইনামুল কবির ইমন (চশমা) প্রতিকে ৩২ভোট, সাধারণ সদস্য পদে আজমল হোসেন সজল (তালা) প্রতিকে ৫৯ভোট ও এডভোকেট রাজ উদ্দিন (টিবওয়েল) প্রতিকে পেয়েছন ১৯ভোট এবং ১৩. ১৪ ও ১৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নুরুন নাহার চৌধুরী চিনু (হরিণ) প্রতিকে ৫৭ভোট ও ১৩নং ওয়ার্ডের প্রাপ্ত মোট ১শ’৪৬ভোটে তিনি বিজয়ি হন। এভাবে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নূরুল হুদা মুকুট বিজয়ি হয়েছেন বলে জানা গেছে।