ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। সোয়াত সূত্রে জানা য়ায়, সিলেটের পাঠানপাড়ায় পুলিশের ওপর হামলার জবাবে এই অভিযানের নাম ‘হিট ব্যাক’ রাখা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে অবস্থান নিয়ে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াত সদস্যরা। জঙ্গিদের লক্ষ্য করে গুলি করলে পাল্টা গুলি ছুঁড়ছে জঙ্গিরা। গুলি ও গ্রেনেডের শব্দে প্রকম্পিত হেয় উঠেছে পুরো এলাকা। আশপাশের বাসিন্দাদের অভিযোনের আগেই সরিয়ে নেওয়া হয়েছে।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে, অভিযান শুরুর আগে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অবস্থান নেয়। বিকেল ৪টা ৫০ মিনিটে ছয়টি বাসে সোয়াতের সদস্যরা সেখানে পৌঁছান। আলোক স্বল্পতার জন্য সোয়াত টিম এ অভিযান রাতে বেশিদূর এগোবে না।সকালে আবার শুরু হবে অভিযান।
অভিযান সূত্রে আরো জানা যায়, সেখানে সোয়াত সদস্য ছাড়াও ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এরই মধ্যে ওই দুই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকার জন্য এই আদেশ কার্যকর আছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই