সিলেটের জৈন্তাপুরে প্রবাসী স্বামীকে শ্বাসরোধে হ*ত্যা চেষ্টার মামলায় ‘প্রেমিক’সহ এক নারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার ঘাটেরচটি গ্রামে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন: কুয়েত প্রবাসী মিনহাজ উদ্দিনের (৩১) ২২ বছর বয়সি স্ত্রী মনিরা বেগম ও ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।
মনিরা ও ফেরদৌস উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই প্রবাসীর বাবা নূর মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা করেন। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অপরদিকে, আহত মিনহাজ উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল ইসলাম আরও জানায়, মিনহাজ উদ্দিন কুয়েত থাকা অবস্থায় তার স্ত্রী বাবার বাড়ি থাকতেন। তখন ফেরদৌসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। কিছুদিন আগে মিনহাজ দেশে ফেরেন।
গত বৃহস্পতিবার রাতে নিজেদের কক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। তখন ফেরদৌস লুকিয়ে তাদের ঘরে প্রবেশ করেন। ওই রাতের এক পর্যায়ে ঘুম থেকে জেগে নিজের কক্ষেই স্ত্রীকে ফেরদৌসের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান মিনহাজ। ঘটনা দেখে ফেলায় মিনহাজকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান তার স্ত্রী ও ফেরদৌস। শব্দ পেয়ে পাশের ঘরে থাকা স্বজনরা গিয়ে মিনহাজকে উদ্ধার ও মনিরা-ফেরদৌসকে আটক করেন।