সবুজ পতাকার লাল সেই টিপ
শহীদের খুনে তা’ সিক্ত।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।
মায়ের ভাষায় মোরা কথা বলিতে
অগনিত প্রাণ গেলো সেই দাবীতে।
স্বাধীনতার ইতিহাস হলো সূচিত
দ্বারখানি হলো তা’র মুক্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।।
সাড়ে সাত কোটি মানুষের মিছিলের ঢল,
দেখে হায়েনার দল হলো হত-বিহ্বল।
ত্রিশলাখ মানুষের আত্মবলি
পতাকায় ভাসে সেই রক্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।
সবুজ ধরণীর ঊষা লগন
দিগন্তে জাগিল অরুণ তপন।
রক্তস্নাত সেই সোনালি আভায়
সকল আঁধার হলো লুপ্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।।