আন্তর্জাতিক ডেস্ক: আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক র্যালিতে এ কথা জানান তিনি।
বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা জানা না গেলেও মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন সিঙ্গাপুরকে বৈঠকের ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠক অনুষ্ঠানের স্থান নির্ধারণের শর্টলিস্টে মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমরা অতীত প্রশাসনের মতো ভুল করতে চাই না। কিম জং উনের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে।