রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের নৈকাঠিতে পরকিয়ার জেরে মহসিন জমাদ্দার নামে যুবলীগ নেতা হত্যার ঘটনায় রাজাপুর থানায় হত্যা মামলা (নং-০৭) দায়ের হয়েছে। নিহতের ভাই জাকির জমাদ্দার বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন গৃহবধূ মাকসুদা বেগম, তার জামাই শাহজালার মীর, মেয়ে রিনা বেগম ও বোন আকলিমা বেগম। এদের মধ্যে প্রধান আসামি মাকসুদা বেগমকে গতকাল মঙ্গলবার সকালে আটকের পর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে পরকীয়া ও অর্থের লেনদেনের বিষয়ে যুবলীগ নেতাকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ওই ঘটনায় নিহতের বাদী হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে সাতুরিয়া ১নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মহসিন জমাদ্দারের লাশ বাড়ির পার্শ্ববর্তী মাকসুদা বেগমের ঘর থেকে উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে লাশের গলায় ও হাঁটুতে আঘাতের চিহ্নও পাওয়া যায়