মিজানপনা,রাজাপুর থেকে:: ঝালকাঠী জেলার রাজাপুরের শুক্তাগড় গ্রামের প্রবাসী বাদল মিঞার বাড়ির বসতঘরে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ সিঁধকেটে চুরি হয়েছে। এ সময় সঙ্গবদ্ধ চোরের দল মোবাইল,চার্জ লাইট,হাতঘড়িসহ মুল্যবান কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। চোরের শব্দ টের পেলে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন আসলে চোর পালিয়ে যায়। এ বাড়ীতে একই বছরের মধ্যে এই ২/৩ বার চুরির ঘটনা ঘটে। ২০১৬ ইং সনে একই গ্রামে সিধ কেটে পাচ সাত বাড়িতে চুরির ঘটনা ঘটে থাকে। এ নিয়ে আজ পর্যন্ত আইন শৃংখলা বাহিনী কিংবা স্থানীয় জনপ্রতিনিধি গন চোর ধরতে সক্ষম হননি। চুরি হওয়া সাধারন নিরিহ জনসাধারনের দ্ধাবী চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কিভাবে নিবে তারা দিনের বেলায় রাজনীতির ছত্রছায়ায় থাকেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেই নানান ফোন কিংবা সুপারিশ এসে যায়। তাছাড়া এই রাস্তাটি বর্তমানে গাজা সড়কে আখ্যায়িত। এই রাস্তা দিয়া প্রতিনিয়ত দিনরাত চলছে মটরসাইকেল রিক্সা টমটম ক্রয় বিক্রয় হচ্ছে গাজা। আর যুব সমাজ আজ গাজা ক্রয় করতে অর্থ না মিললে শুরু করে চুরি। ধংস হচ্ছে যুব সমাজ আর ক্ষতিগ্রস্থ হচ্ছে নিরিহ খেটে খাওয়া পরিবার।
এ ব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুনির উল গিয়াস জানান, চুরির হওয়ার ঘটনা আমার জানা নাই, কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।