জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় জেএসসি পরীক্ষায় ৪৭১৪ পরীক্ষার্থীদের মধ্যে ৮৩.৬০ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন। সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। একমাত্র রোটারী বেতাগী উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ।
রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, উপজেলার ৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়া জেডিসি পরীক্ষায় ৬৭৪ পরীক্ষার্থীদের মধ্যে ৯৭.৩২ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২ জন। উপজেলার ১৪ মাদ্রাসার মধ্যে নুরুল উলুম ফাজিল মাদ্রাসা, জামেয়া নঈমিয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসা, মরিয়মনগর ইসলামিয়া আলীম মাদ্রাসা, উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা ও সোনারগাঁও দাখিল মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এদিকে পিইসি পরীক্ষায় ৭২০৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৯.৬০ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮৪ জন। রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা জানান, এবার পিইসি পরীক্ষায় উপজেলার ২৩৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭১৭৭ জন শিক্ষার্থী পাশ করেছে। এব্তেদায়ী মাদরাসায় ১০৩৩ জনের মধ্যে পাশ করেছে ৯৪৪ জন । জিপিএ ৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৯১.৩৮।