জগলুল হুদা,রাংগুনিয়া ঃ রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলায় পিতা পুত্রসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা গতকাল এ রায় প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মো. হাসান, তার পুত্র আবুল মনসুর, হাসানের ভাইয়ের ছেলে মো. শহীদুল্লা, মো.জাহেদুল্লাহ। আসামীদের মধ্যে হাসান ছাড়া বাকীরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারী রাঙ্গুনিয়া উপজেলায় জঙ্গল সরফভাটা গ্রামে জমি বিরোধ নিয়ে একই এলাকায় আনোয়ারুল ইসলাম, শফিউল আলম ও জসিম উদ্দিনকে নৃসংশ ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ভাই মাহাবুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। হত্যাকান্ডের বাদী মাহাবুল আলম এ রায়ে সন্তুষ্ট এবং রায় দ্রুত বাস্তবায়নের কথা বলেন।