খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেে:: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।
আজ ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৭ টা হতে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। বাসের চালক জমির মিয়া জানান, বাসের হেলপার সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস রিফিল করে শমশেরনগরের হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের পাশে আসলে নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে বাসটি এলোমেলোভাবে পড়ে থাকে। তবে দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই তানজিল আহমদ বলেন, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরানো হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বাসে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হননি। এ ঘটনায় হেলপার পালাতক আছে।