খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:: মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা। ৭ এপ্রিল (রবিবার) সকাল ১০ টায় সভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শর্য্যা হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। সিভিল সার্জন ডা: মোঃ শাহজাহান কবীর চৌধুরীর সভাপতিত্বে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল রহমান খাঁন, আরএমও ডাঃ পলাশ রায়, ডাঃ পল্লব চক্রবর্ত্তী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রমুখ। র্যালি, আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, নার্স ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।