মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর মনোহরদীতে বখাটের ধারালো কেচির আঘাতে মফিজ উদ্দিন (৫০) নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বাঘেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত মফিজ উদ্দিন সর্বলক্ষনা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র ও বাঘেরহাট বাজারের চা বিক্রেতা।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকেলে স্থানীয় থার্মেক্স নিটওয়্যার মিলের শ্রমিকরা কাজ শেষে বাঘেরহাট বাজার দিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় চক বগাদি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম শ্রমিকদেরকে লাঠি দিয়ে এলোপাতারিভাবে পেটাতে থাকে। এ সময় বাজারের চা বিক্রেতা মো. মফিজ উদ্দিন এগিয়ে গিয়ে সাইফুলকে বাধা দেন। এতে সাইফুল ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী নারায়নের সেলুন থেকে চুল কাটার কেচি এনে মফিজ উদ্দিনের গলায় এবং পেটে আঘাত করে। একপর্যায়ে প্রচুর রক্তক্ষরনে মাটিতে লুটিয়ে পড়েন মফিজ। পরে বাজারের লোকজন এগিয়ে এসে মফিজ উদ্দিনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পরই বাজারের লোকজন ঘাতক সাইফুলকে দৌড়ে ধরে পুলিশের হাতে তুলে দেন।
সাইফুলের ব্যাপারে স্থানীয়রা জানান, দেড় বছর আগেও একই কায়দায় উপজেলার হাতিরদিয়া বাজারে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছিলেন সাইফুল। সেই হত্যামামলায় কারাভোগের পর চারমাস পূর্বে জামিনে এসে পুনরায় এরক আরেকটি হত্যাকান্ডটি ঘটান তিনি।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাফায়েত হোসেন পলাশ জানান, সাইফুল একজন বখাটে এবং মানসিক প্রতিবন্ধী লোক। নিরীহ চা বিক্রেতাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘাতক সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই