দিনাজপুরের বীরগঞ্জ রাকাব ৬ মাসে ৭ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরন ও আদায় করেছে ১২ কোটি টাকা।
বীরগঞ্জ রাকাব শাখা সুত্রে জানা গেছে, ২০১৬-১৭ইং অর্থ বছরে উপজেলার ১১ ইউনিয়ন সমুহের বিভিন্ন গ্রামে ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লার কৃষকদের মাঝে পশু সম্পদ, মৎস্য খামার, হাঁস-মুরগী খামার, অটো-মিল, হাস্কিং মিল, শিল্প কলকারখানা, ধান, গম, আলু, ভূট্টা, কলা, আলু, ক্ষুদ্র ব্যববসা ও কৃষি’র বিভিন্ন খাতে ৭ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা ঋণ বিতরন করেছে। একই সময়ে ঋণ আদায় করা হয়েছে ১২ কোটি ৬৭ লাখ ৪৯ লাখ টাকা আদায় করা হয়েছে। এরমধ্যে ২ শতাধিক সার্টিফিকেট মামলা দায়ের করে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার টাকা খেলাপী ঋণ আদায় করা হয়েছে। ১৯৭৩ইং রাকাব বীরগঞ্জ শাখার উদ্বোধন থেকে আজ পর্যন্ত ৪ হাজার ১০ ঋণ গ্রহীতার বিপরিতে ২৮ কোটি ১৩ লাখ ৯ হাজার টাকা ব্যাংক স্থিতি রয়েছে। বর্তমানে ১৭ হাজার ২৬০জন গ্রাহক একাউন্টের মাধ্যমে ২০ কোটি ১২ লাখ ৪হাজার ৫শত টাকা শান্তিপূর্ণ ভাবে লেন-দেন করছেন। শাখা সহঃ ব্যাবস্থাপক আশুতোষ কুমার রায় জানান, এ শাখায় আমি নুতন এসেছি বর্তমানে ৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বিভিন্ন প্রতিকুলতার মধ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। অতিতে এ শাখায় ২০/২২জন কর্মকর্তা কাজ করেছে।
শাখা ব্যাবস্থাপক অসিত কুমার সরকার জানান, চলতি অর্থ বছরে ৬ মাসে কৃষি খ্যাতে ৩ কোটি, ৯৮ লাখ, ৫৭ হাজার টাকা ও ব্যবসা খ্যাতে ৩ কোটি, ১৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। রাকাব বীরগঞ্জ শাখা চলতি অর্থ বছরের ১জুলাই থেকে ৩১ডিসেম্বর পযর্ন্ত ৬ মাসে ৭০ লাখ ২১ হাজার টাকা মুনাফা অর্জন করেছে।