এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে ৫০ জন এতিম অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছ্ ে।
উপজেলার পৌরসভার জেলখানার মোড় নামক স্থানে ২০১৩ ইং সালে ৩০ জন এতিমকে নিয়ে ’’বাগেজান্নাত নুরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’’ কয়েকজন বিত্তবান ও এলাকার উৎসাহী কিছু মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পযন্ত মুসলমান ভাই বোনদের সাহার্য্য সহযোগিতায় এতিমখানাটি চলে আসছিলো। সম্পুর্ন বিনা বেতনে এতিমদের লেখাপড়া, থাকা, খাওয়ার সুযোগ দেওয়ার কারনে বর্তমানে এতিম ছাত্রদের সংখ্যা ৫০ জন এবং ৩ জন শিক্ষক ও ১ জন বাবুর্চি সহ মোট ৫৪ হওয়ায় খরচ বেড়ে দিগুন হয়েছে যার কারনে কতৃপক্ষ এতিমখানাটি চালাতে হিমসিম খাচেছন। এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা ওসমান গনি সকল মুসলমান ভাই-বোনদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন ছেলেদের আবাসন সমস্যা, খাওয়ার সমস্যা, গোসল ও পায়খানার সমস্যা, পড়ালেখার জন্য পর্যাপ্ত বই, খাতা, কলম নেই। এসব সমস্যা সমাধানে তিনি বিত্তবান ও দানশীল ব্যাক্তিদের কাছে সাহার্য্যরে হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান।