বান্দরবানের লামা উপজেলায় শনিবার ভোররাতে পাহাড় ধসে এপর্যন্ত ৬ জন নিহত হয়েছে।
আহত হয়েছেন পাঁচজন।
এছাড়া নিখোঁজ রয়েছেন আরো দুইজন।
টানা বৃষ্টির ফলে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস।
বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর বিবিসি বাংলাকে জানিয়েছেন, লামা উপজেলার হাসপাতাল পাড়া এলাকায় ভোররাতে এই পাহাড় ধস ঘটে।
গত সপ্তাহে অতি বর্ষণে পাহাড় ধস হতে পারে বলে সেখানকার পাহাড়গুলো থেকে মানুষজনকে সরিয়ে নেবার জন্য নির্দেশ দিয়েছিল প্রশাসন।
তৎক্ষণাৎ লোকজন সরে গেলেও বৃহস্পতিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এলে অনেকেই নিজেদের বাড়িঘরে ফিরে আসে।
এরপর বৃহস্পতিবার রাত থেকেই একটানা বৃষ্টিতে এই পাহাড় ধস ঘটে বলে ধারনা করছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মি. জাফর।
তিনি জানিয়েছেন এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে।
এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।
উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় অধিবাসীরা প্রথমে উদ্ধারকাজ শুরু করে।
এরপর সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী।
গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ চলছে বান্দরবানে।
মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা।
সেই সঙ্গে, পানি-বন্দি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ।
এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে কয়েকজন নিহত হয়েছেন।