ইতালীর রোমে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ৬ টি টাকা পাঠানোর দোকান থেকে দেশে পাচারের উদ্দেশ্যে জমা করা ২০০ কোটি টাকা উদ্ধার করেছে দেশটির পুলিশ।
গত বৃহস্পতিবার ইতালীর জনপ্রিয় পত্রিকা রোমাটুডে তে প্রকাশিত এক খবর থেকে জানা যায়, রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার বাংলাটাউনে অবস্থিত ৬ টি বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফারের দোকান থেকে স্থানীয় মুদ্রায় প্রায় ২০ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়েছে।
দেশটির অর্থমন্ত্রণালয়ের বিশেষ মিলিটারী পুলিশ ফোর্স “গুয়ার্দিয়া দি ফিনান্সা” এই টাকা উদ্ধার করে। টাকাগুলো অবৈধপথে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিলো, এমন অভিযোগ এনে দোকান ৬ টির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত বছর থেকেই নানা কারণে এসব দোকানের উপরে নজরদারী করে আসছিলো দেশটির গোয়েন্দা বিভাগ। সম্প্রতি তাদের কিছু অনিয়মের প্রমাণ পেয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশে দোকানগুলোতে অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র, বাংলাটিভি