এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা – ২০১৬ আয়োজন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনে প্রস্তুতি সভা শুরু হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার সঞ্চালক হিসাবে ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার নুরুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
জেলা প্রশাসক তাঁর লিখিত বক্তব্যে জানান, গত বছরের ন্যায় এবারও তাঁর আন্তরিক, গঠনমূলক ও তথ্যসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের ছবি তুলে ধরবেন সকলের সামনে। জনগণের সেবক হিসেবে, সেবাকে জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আয়োজন করছেন ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬।
তিনি আরো বলেন, মেলায় হাজার-হাজার দর্শনার্থী। বিভিন্ন স্কুল, কলেজ থেকে দল বেঁধে আসবে শিক্ষার্থীরা। স্টলের প্রতিনিধিগণ ব্যস্ত সময় পাড় করবেন তাদের ডিজিটাল প্রযুক্তি ও সেবা প্রদর্শন নিয়ে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ছাত্র-ছাত্রীগণ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আরো জানবে। দর্শনার্থীরা ডিজিটাল পদ্ধতিতে পাঠদান পদ্ধতি, ভিডিও কনফরেন্সিং, স্মার্ট ট্রাফিক কণ্ট্রোল সিস্টেম, ইণ্টারনেট, ব্রাউজিং ইএমও প্রভৃতি সহ জেলা প্রশাসনের সকল ই-সেবা কার্যক্রম পেয়ে থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা এ মাসের শেষের দিকে শুরু হবার সিদ্ধান্ত প্রস্তুতি সভায় গ্রহণ করা হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই