এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- যুব ও ত্র“ীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩০ লক্ষ শহীদ ও পৌনে ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা এবং তাদের দোসররা বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেস্টা করছে। প্রধানমন্ত্রী এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার ধর্ম নিয়ে কাউকে রাজনীতি করার সুযোগ দিবে না।
গতকাল ১৪ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলার উদ্বোধনী অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
বিশেষ অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। আর এই ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে আজকের রাস মেলাকে কেন্দ্র করে সব ধর্ম বর্ন নির্বিশেষে এ মেলায় আগমন ঘটেছে হাজার হাজার ভক্তবৃন্দের।
দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য সিবলী সাদিক, জেলা প্রশাসক ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট-এর ট্রাস্টি মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম ও কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম ফারুক, সুন্দরপুর ইউনিয়ন চেয়ারম্যান শরিফ উদ্দীন মাষ্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায় প্রমুখ।
প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে বসে রাস মেলা। মেলায় দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত থেকেও শতশত নারী-পুরুষ ভক্ত-পূণ্যার্থী ও দেশী-বিদেশী বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায় আসেন। নির্মল বিনোদনের জন্য সার্কাসসহ ধর্মীয় কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শড়খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।