জাকির সিকদার,সাভার থেকে : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘প্রজাপতি মেলা-১৫’। শনিবার মেলার আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি আরো জানান, এবারের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ‘বাটারফ্লাই পার্ক অ্যান্ড রিসাস সেন্টার ’ এর উদ্বোধন।
এছাড়া দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টরী প্রদর্শনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে ‘প্রজাপতি মেলা’ আয়োজন করা হয়ে থাকে।