খেলাধুলা ডেস্ক : দেশের ক্রিকেটের সবচেয়ে শ্রদ্ধাশীল ক্রিকেটার মাশরাফি বিন মোর্তুজা। ছোট বড় সব ক্রিকেটারই তার ভক্ত। কেউ ক্রিকেটার মাশরাফির আবার কেউ ব্যক্তি মাশরাফির। তামিম-মুশফিক থেকে হালের মুস্তাফিজ-তাসকিন সবার প্রিয় ব্যক্তিত্ব তিনি। এছাড়া দেশের কোটি ক্রিকেট প্রেমীর প্রিয় ব্যক্তি মাশরাফি।
তবে তিনি এতটা মহান কেন তার আরো একবার প্রমাণ পাওয়া গেলো। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামে মাশরাফির রংপুর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় ১৭তম ওভারে বোলিংয়ে আসেন দেশের তরুণ পেশার শুভাশিষ রায়। সে সময় ব্যাটিংয়ে ছিলেন মাশরাফি। শুভাশিষের একটি বল রক্ষণাত্মক খেলার পর শুভাশিষ বল ধরে থ্রো করতে গেলে মাশরাফি তাকে তার বোলিং মার্কে ফিরে যাওয়ার জন্য হাত ইশারা দেন।
এরপর প্রচণ্ড ক্ষেপে মাশরাফির দিকে তেড়ে যান শুভাশিষ। প্রথমে শুভাশিষের কথা শোনার জন্য এগিয়ে এলেও তার মারমুখি আচরণ দেখে হতবাক হয়ে নিরবে দাঁড়িয়ে থাকেন মাশরাফি। এ ঘটনায় তিনি স্তদ্ধ হয়ে যান। তবে শুভাশিষ এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তার দুই সতীর্থও তাকে থামাতে ও দূরে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন।
তবে ম্যাচ শেষে এ বিষয়ে মাশরাফিকে প্রশ্ন করা হলে উল্টো তিনি বিষয়টিকে হালকা করতে চেয়েছেন। সিনিয়র হিসেবে নিজের আচরণের জন্য দু:খ প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওতে দেখা গেছে মাশরাফি নিরবে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করেননি। বস্তুত সে সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিলো।
সবাই যখন শুভাশিষকে দোষ দিয়ে ক্ষোভ ঝাড়ছেন তখন স্বয়ং মাশরাফি বললেন, ‘ওটা সিরিয়াস কিছু না। উত্তেজনার মুহুর্তে এটা অনেক সময় হয়। আমারই সরি বলা উচিত। ওর জায়গা থেকে আমি মনে করি ঠিক আছে কারণ সেও জিততে চাইছিল আমিও জিততে চেয়েছিলাম। আমি হয়তো ওখানে আরেকটু শান্ত থাকতে পারতাম। আরেকটু মাথা ঠান্ড রাখলে ভাল হতো। এমন সিরিয়াস কিছু হয়নি। তবে জানি না ওর কী করা উচিত ছিল। কিন্তু একজন সিনিয়র হিসেবে ঠান্ডা থাকলে ভাল হতো।’
যেখানে দোষ শুভাশিষের সেখানে উল্টো নিজের দিকে টেনে নিয়ে তিনি বিষয়টিকে হালকা করতে চেয়েছেন। তিনি যে বড় মনের ব্যক্তি। নিজে দু:খিত হয়ে তার প্রমাণ দিলেন আবারো।