নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে ৬ দিনের মাথায় আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৯শে অক্টোবর সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় দেশটির বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার শাহ্ জালাল ষ্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাগেছে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই শাহ্ জালাল ষ্টোরের গোডাউনে থাকা সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহ্ জালাল ষ্টোরের উপরে ও আশপাশে থাকা প্রবাসীদের বাসস্থানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫ জন কুয়েত প্রবাসী বাংলাদেশীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি, আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, আহতদেরকে কুয়েতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪শে অক্টোবর কুয়েতের ফরওয়ানিয়া দাজিজ এলাকার এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।