আ হ জুবেদঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান, কাউন্সিলর মোঃ আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ মিলিটারী কনটিনজেন্ট বিএমসি কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম, কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁনসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
দিনের শুরুতে সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন, বঙ্গবন্ধুর কর্ম জীবন নিয়ে প্রামাণ্য চিত্র প্রর্দশন শেষে বাংলাদেশ থেকে পাঠানো বাণী পাঠ করে শুনানো হয়।
মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর জহিরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রসাশনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।