কুয়াকাটা সমুদ্র সৈকত ও আন্ধার মানিক নদীর সাগর মোহনা কোমরপুরে পৃথক দু’টি অজ্ঞাত গলিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কোমরপুরের লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
কুয়াকাটা সৈকত এলাকার খাজুরা সংরক্ষিত বন সংলগ্ন একই দিনে লেম্বু চরে পাওয়া লাশটি সম্পর্কে প্রত্যক্ষদর্শী খাজুরা ফরেস্টের বিট অফিসার পলাশ চক্রবর্তী জানিয়েছেন, লাশটি গলিত এবং প্রায় কঙ্কাল অবস্থায় পৌছেছে। সনাক্ত করার কোন উপায় নেই। পড়নে কিছু না থাকলেও একটি লাল রংয়ের শার্ট দেখে এটি পুরুষের এবং সাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় কোন জেলের লাশ হতে পারে বলে তিনি অনুমান করছেন।
অপর উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, মহিপুর ইউনিয়নের কোমরপুর সাগর মোহনায় পাওয়া লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত লাশের শরীরে সাদা রংয়ের শার্ট ও শার্টের নিচে লাল রংয়ের গেঞ্জি ছিল। তবে এটি পুরুষের লাশ এবং সাগরের কোন জেলের লাশ হতে পারে বলে তার ধারনা।