
ইংরেজি নববর্ষ ২০২৫ আগমনে কাতারে শিল্পনগরী ছানাইয়া আল আতিয়া মার্কেটের প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আল আতিয়া ফুটবল ক্লাব এর আয়োজনে প্রীতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাতে দোহা শিল্পনগরী ছানাইয়া আল আতিয়া মার্কেট গ্রাউন্ডে আল আতিয়া ফুটবল ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৬ টি দল খেলায় অংশগ্রহণ করে। শাকিব,সাজ্জাদ,মহিউদ্দিন,জাহাঙ্গীর ,হায়দার ,সাহেদ,মামুন ,আরিফ ,আমজাদ এর সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোঃ সালমান।
বিশেষ অতিথি ছিলেন আল আতিয়া মার্কেটের ব্যবসায়ী আরাফাত ,শাহাজাহান,সারোয়ার,মোঃ হোসেন । এ সময় খেলা দেখতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বিবিএ স্পোর্টস টিম ১-০ গোলে সেভেন স্টার স্পোর্টস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।