আদা যখন সাতশো টাকা
কাঁচা মরিচ হাজারে,
মাথা নষ্ট হয়ে গেলো
গিয়ে কাঁচা বাজারে।।
শশা গাজর চুপ করে রয়
কান্ড দেখে লংকার,
টমেটো আর ধনে পাতার
কি অপরুপ ঝংকার।।
ঝিঙে,পটল,পেপে বেগুন
লাউ কিংবা আলুতে,
সিন্ডিকেটে ভাংছে কাঁঠাল
আমজনতার তালুতে।।
পিঁয়াজ,রসুন,হলুদ বাখর
ওরা আছে দাড়িয়ে,
আটা ময়দা লং এলাচি
হাতটা দিলো বাড়িয়ে।।
কাঁচা মরিচ হয়নি কেনা
লংকা ছাড়াই তরকারি,
শাক,শুটকি, চাল ডাল
সবচে বেশি দরকারী।।
দুধ,চিনি আর চা-পাতাও
সবার ঘরে লাগবে,
সিন্ডিকেটের ভাংতে পাঁজর
জাতি কখন জাগবে।।
লিখেছেন কবি – মোবাশ্বির হোসাইন
————————–
০২!০৭!২০২৩! ইংরেজি