প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এবার এক কলেজছাত্রীকে পিটিয়ে আহত করেছে চার বখাটে। এ সময় কিল, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ও পরে ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জনতা দুজনকে আটক করে ডেমরা বাঁশেরপুল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছেন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডেমরা কোণাপাড়া চিশতিয়া রোড এলাকায় ছাত্রীটিকে পিটিয়ে আহত করা হয়।
তিনি স্থানীয় একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ডেমরায় পরিবারের সঙ্গেই থাকেন তিনি।
এ বিষয়ে ছাত্রীটির ভাই মোবাইল ফোনে জানান, অনেকদিন ধরেই বখাটে ম্যাক্স বাবু, ইমরান, বাবু ও রাকিব আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার দুপুরে বাসা থেকে বের হলে ওই চার বখাটে কোণাপাড়া চিশতিয়া রোড এলাকায় পথ আটকে তার বোনকে প্রেমের প্রস্তাব দেয়।
এ সময় সে প্রতিবাদ করলে প্রথমে কিল, ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দেয় ও পরে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।
এ প্রসঙ্গে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।