দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। সবশেষ কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। অসাধারণ এই অর্জন বার্সেলোনা তারকার কাছেই অবিশ্বাস্য লাগছে।
লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। পেলেকে ছাড়িয়ে যেতে তার লেগেছে ৭৪৯ ম্যাচ।
স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড ছাড়িয়ে গেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় ক্যারিয়ার জুড়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান মেসি।
“যখন খেলা শুরু করি তখন ভাবিনি কখনও কোনো রেকর্ড ভাঙতে পারব। এমনকি আজ পেলের যে রেকর্ড ভাঙলাম এর চেয়ে ছোট কোনো রেকর্ডের কথাও না…বছরের পর বছর ধরে যারা আমাকে সাহায্য করেছেন, আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধু ও যারা প্রতিদিন আমাকে সমর্থন করেছেন, তাদের আমি শুধু ধন্যবাদ জানাতে পারি।”
আগের ম্যাচে ভালেন্সিয়ার জালে বল পাঠিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক দলের হয়ে ৪৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ভাইয়াদলিদের বিপক্ষে পেলের রেকর্ড ভাঙা গোলটি লা লিগায় তার ৪৫১তম গোল।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম