স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে ক্রমেই মুক্তির পথে আছেন বার্সেলোনার ফরাসি তারকা উসমান দেম্বেলে। ফুটবলে ফেরার পথে তার বর্তমান লক্ষ্য, আগামী দুই সপ্তাহের মধ্যেই দলের অনুশীলনে যোগ দেওয়া।
কারণ আগামী মাসেই মাঠে গড়াবে টান টান উত্তেজনাপূর্ণ এল ক্ল্যাসিকো। এজন্য নিজেকে প্রস্তুত করার কাজটাই করে যাচ্ছেন তিনি। গত আগস্টে নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর দেম্বেলের অনুপস্থিতিতে কিছুটা বিপাকেই পড়ে গেছে আর্নেস্তো ভালভার্দের দল। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৯৬ মিলিয়ন ইউরোতে লা লিগা জায়ান্টে যোগ দেয়ার এক সপ্তাহের মধ্যে বাম উরুর ইনজুরিতে পড়েন ২০ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
চ্যানেল প্লাসে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই তরুণ তারকা বলেছেন, আগামী মাসের শুরুতেই তিনি দলিয় অনুশীলনে ফেরার লক্ষ্য স্থির করেছেন। দেম্বেলে বলেন, ‘আমার মনে হয় সুস্থ হতে আর দুই সপ্তাহ লাগতে পারে। এরপরই আমি দলিয় অনুশীলনে যোগ দিব। ‘
বর্তমানে লা লিগার শীর্ষস্থান শক্ত করে যাচ্ছে বার্সেলোনা। দারুণ ফর্মে আছেন মেসি-সুয়ারসেরা।
পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে এখনো ৪ পয়েন্টের ব্যবধান আছে কাতালান জায়ান্টদের। দেম্বেলে যদি যথাসময়ে সুস্থ হয়ে ফিরতে পারেন, তহালে হয়তো রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম এল ক্লাসিকোয় অংশ নেবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।