দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল আরটিভি ১যুগ পদার্পণে আরটিভি দর্শক ফোরাম কুয়েত’র উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কুয়েত সিটির গুলশান হোটেলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আরটিভি দর্শক ফোরাম’র আহবায়ক চুন্নু মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হয়রত আলী মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর(শ্রম)আব্দুল লতিফ খাঁন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম সচিব আনিসুজ্জামান খাঁন,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজী,ডায়মন্ড কোম্পানী সিইও জাহাঙীর হোসেন পাটোয়ারী,বিবিসি’র সভাপতি মুখাই আলী লুৎফর,দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান,বীর মুক্তিয়োদ্ধা রবিউল আলম রবি,প্রকৌশলী কাজী মন্জুরুল আলম,হাজী মাহমুদ আলী,আবু সাইদ কুতুবুদ্দিন প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন শোয়েব আহমেদ,আবুল বাসার,বীর মুক্তিয়োদ্ধা শরীফ উদ্দিন,বীর মুক্তিয়োদ্ধা শফিকুল ইসলাম,বীর মুক্তিয়োদ্ধা মোহাম্মদ ইয়াকুব, জাফর আহমেদ চৌধুরী, শেখ আকরামুজ্জামান,মোহাম্মদ ইসমাইল,শরীফ উদ্দিন লিটন, ইমাম উদ্দিন বাদল,আইএমএফ সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম জাহের, অগ্রদৃষ্টি পত্রিকার প্রধান সম্পাদক আ,হ,জুবেদ, আল-ইমারান শিকদার, জেটিভি প্রতিনিধ আল-আমিন রানা,এহসানুল খোকন, জামান ফারুক,নজরুল ইসলাম রুবেল,বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত’র সাধারণ সম্পাদক অহিদুর রহমান,অর্ণিবান শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুদ্দোহা,সাফাত অঞ্চলের সভাপতি মাওঃ খুরশেদ আলম, আরটিভি কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিনসহ আরো অনেকে।বক্তারা আরটিভি’র ১যুগে পদার্পণে সাফল্য কামনা করেন পাশাপাশি দেশের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য আরটিভি’র কুয়েত প্রতিনিধিকে ধন্যবাদ জানান।প্রবাসে সকল সংবাদকর্মী মিলেমিশে কাজ করার আহবান করেন।