অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এর প্রচার সংঘ আগৈলঝাড়ার শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ অঙ্গনে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লি: এর পরিচালক ও বরিশাল জেলা আওয়ামীলীগ উপদেষ্টা এ্যাড. বলরাম পোদ্দার। বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক এজিএম, স্থানীয় শচীন্দ্র নাথ সরকারের দান করা জায়গায় নির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইস্কন মন্দিরের অর্থ সম্পাদক জ্যোতিশ্বর গৌরদাস ব্রহ্মচারী, ফুড ফর লাইফের পরিচালক রূপানুগ গৌরদাস, তীর্থ যাত্রী পরিচালক নিধিকৃষ্ণ দাস, জাগ্রত ছাত্র সমাজের পরিচালক দ্বীজমনি গৌরদাস, ভারতের মায়াপুর ইনস্টিটিউট এর শুভ নিতাই গৌরদাস, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, গৌরনদীর বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তনু ঘোষ প্রমুখ। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় রাধামাধব মন্দিরের সুহৃদ গোবিন্দ দাস অধিকারী উচ্চারিত মন্ত্রে গীতা যজ্ঞ, জগন্নাথ দেবের মহাভিষেক ও স্নান যাত্রাসহ যাবতীয় মাঙ্গলিক ক্রিয়াকার্য সম্পন্ন হয়।