জাকির সিকদার,ঢাকা : বর্তমান সরকার অনলাইন গণমাধ্যম বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।এই নিবন্ধনের জন্য আপাতত কোনো টাকা লাগবে না। এটি এই সরকারের নির্বাচনী ইশতিহারেরও অংশ। কিন্তু অনলাইন গণমাধ্যমকে নীতিমালার আওতায় আনতে সরকার নিবন্ধনের ব্যবস্থা করেছে।
সোমবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলন মন্ত্রী এ কথা জানান।
এর আগে রবিবার জাতীয় সংসদকে মন্ত্রী জানান, আন্তঃমন্ত্রণালয় প্রস্তাবিত অনলাইন নীতিমালা শিগগির চূড়ান্ত করা হবে।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার আলোকে অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫ শিরোনামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়। এই নীতিমালা প্রণয়নের জন্য একটি মূল কমিটি ও একটি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি প্রস্তাবিত নীতিমালা মূল কমিটিতে উপস্থাপনপূর্বক চূড়ান্ত করে চলতি বছরের ৬ আগস্ট মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। লিখিত মতামতের জন্য আরও ১৬টি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। সেখানে মন্ত্রণালয়ের মতামত পাওয়া গিয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
গত ৯ নভেম্বর সরকারি এক তথ্য বিররণীতে জানানো হয়, দেশের সব অনলাইন গণমাধ্যমকে নিয়মের আওতায় আনতে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে সরকার।
তথ্যবিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে।