জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির। নিহতরা হলেন- সুকান্ত কর্মকার (৫০) ও সাজু খাসিয়া (১৭)। আহতের নাম রিনা রায় (৪০)। বন্য হাতির উপদ্রব ঠেকাতে ওই চা বাগানের চারধারে বৈদ্যুৎতিক তার টানানো ছিল, তাতেই ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, “বৈদ্যুতিক তারে একটি গরু আটকে গিয়েছিল। তাকে ছাড়াতে গিয়ে সুকান্ত তড়িতাহত হন। সুকান্তকে বাঁচাতে গিয়ে সাজু ও রিনাও বিদ্যুৎসস্পৃষ্ট হন।” সুকান্ত ও সাজু ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়। রিনাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।