বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের খুশীরদিন”” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইতালির মিলান শহরের স্হানীয় একটি চাইনিজ রেস্তরায় গত ১৯ মার্চ ২০১৭ইং রোববার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ লোম্বারদিয়া শাখার আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশুদিবস২০১৭। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়! সভার প্রথম ভাগে বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী জনাব আব্দুস সোবহান গোলাপ! তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারণ করে আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করে যাওয়ার আহবান ব্যক্ত করেন!তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ ও জাতীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন! জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা মুক্ত, দারিদ্র্য নিরসনে, স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন! মিলান লোম্বাদিয়া আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য আশাবাদ ব্যক্ত করেন! অনুষ্ঠানের আলোচনা সভায় শুরুতেই লোম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা,লুৎফর রহমান,তুহিন মাহামুদ,সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার,অন্যতম সদস্য খান রিপন,সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার হোসেন,যুবলীগ সভাপতি খান মামুন,সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ! সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন! সভার শেষে কেক কেটে সভার মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে!! সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং আগামিতে দলকে আরও গতিশীল ও তরান্বিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন!!