মোঃ গোলাম রসুল
মা বলে ডাকিলে হয় পরাণ শীতল,
মা বলে দূরে যায় বেদনা সকল ।
মায়ের অতুল স্নেহের নাহি কোন সীমা ।
এত দিন মরি নাই,করেছে সবল
সে কেবল জননী মমতার ফল ।
আজ ছুটি হলে যেই যাব বাড়ি ।
আগে গিয়ে নেব মায়ের পদধূলি।
মার গলা ধরে মা ডাকিব,
জানিনা মায়ের ঋণ কিরূপে শোধিব ।