এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের এম.পি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কে ৫ নং সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে মনোহরদী উপজেলা আওয়ামীলীগ।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মনোহরদী উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস থেকে বিশাল আনন্দ মিছিলটি শুরু হয়।পরে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মনোহরদী বাজারে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু পিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা যুবলীগের আহবায়ক এস এম ইকবাল আহম্মেদ, মনোহরদী উপজেলা কৃষকলীগের আহবায়ক রমজান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এস রাশেদুল আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই