ডেস্ক নিউজ : বগুড়া জেলায় কৃষি প্রণোদনার সহায়তা হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বগুড়া সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ওমর এমপি।
২০১৭-১৮ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু, ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, সওকাদুল ইসলাম সরকার সবুজ, জাহেদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক।
অনুষ্ঠানে ৪৫০ জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা, গম বীজসহ ডিএপি সার ও এমপিও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, সরকারের সার্বিক প্রচেষ্টায় কৃষি ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করছে। কৃষি বিষয়ে আধুনিক প্রযুক্তির সুবিধা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এতে করে কৃষকরা ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে। (বাসস)