চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে এই বিষয়টিতে ‘ত্বরিত কার্যকর পদক্ষেপ নেওয়ায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকেও ধন্যবাদ দেওয়া হয়।
বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী।
ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত ফরহাদ মজহার গত সোমবার ভোরে ঢাকার বাড়ি থেকে বের হওয়ার অপহৃত হন বলে থানায় অভিযোগ করে তার পরিবার।
১৮ ঘণ্টা পর যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যাব ও পুলিশ। তবে তারা অপহৃত হওয়ার কোনো ইঙ্গিত না পাওয়ার কথা জানায়।
ফরহাদ মজহারের এই অন্তর্ধান নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে হেফাজতের শীর্ষস্থানীয় নেতাদের এই বিবৃতি এল, যে সংগঠনটির পক্ষে কয়েক বছর ধরে কথা বলে আসছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, “দেশের এক নগন্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।”
এক সময়ে চরমপন্থি কমিউনিস্ট দলের সঙ্গে যুক্ত ফরহাদ মজহারের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন দেখা যায় দুই দশক আগে। নব্বইয়ের দশক পর্যন্ত ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কথা বললেও তারপরই তার চিন্তার দিক বদল ঘটে।
তার এক যুগ পরে শাহবাগ আন্দোলনবিরোধী কট্টর ইসলামী সংগঠন হেফাজতের পক্ষে অবস্থান নেন তিনি, যে সংগঠনটির কর্মসূচিতে বিএনপিরও সমর্থন ছিল।
২০১৩ সালের এপ্রিলে ঢাকায় হেফাজতের সমাবেশের আগে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে ফরহাদ মজহার বলেছিলেন, “সরকারের প্রতি আমরা আলেম-উলামা ধর্মপ্রাণ মানুষদের শান্তিপূর্ণ কাফেলা বাধাহীন ও নির্বিঘ্ন করার আহ্বান জানাই। এই মুসাফিরদের থাকা, খাওয়া ও পানি-খরচের উপযুক্ত আয়োজন করুন।”
সম্প্রতি কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এবং সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্কের আলোচনার মধ্যে ফরহাদ মজহারকে নিয়ে পাঠানো এই বিবৃতিতে সংগঠনটির আমির শাহ আহমদ শফী কিংবা মহাসচিব জুনাইদ বাবুনগরীর নাম নেই।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সকল ধরণের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সাথে রুখে দাঁড়ান।
“হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সকল নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।”