পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর আয়োজনে রাঙ্গুনিয়া রাহাতিয়া নূরীয়া নকশবন্দীয়া দরবার শরীফের ঐতিহ্যবাহী ৫১ তম জশনে জুলুস(শোভাযাত্রা) সোমবার(১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জুলুসে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। সকাল ৯ টায় জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পোমরা ইউনিয়নের গোছরা চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগান দিয়ে র্যালীতে অংশ নিয়েছেন নবীপ্রেমিক হাজার হাজার সুন্নী জনতা। জুলুসে রাঙ্গুনিয়ার বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। পবিত্র মিলাদুন্নবী(দ:) উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে জুলুস শেষে মিলাদ মাহফিলে দেশ ও বিশ্বের শান্তি কামনায় মুনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির শেষ হয়।