কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানের গহিরার গ্রামের বাড়ির উঠানে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হযেছে।
রোববার সকাল ৯টা ২০ মিনিটে গহিরার সাকা চৌধুরীর গ্রামের বাড়ি ‘বাইতুল বিল্লাল’র উঠানে তার জানাজা পড়ান হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
এর আগে সকাল ৯টার দিকে কঠোর প্রহরায় মরদেহ সরাসরি বাড়ির উঠানে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার ছেলে হুম্মাম ও স্ত্রী ফরহাত কাদের চৌধুরী তাকে ফের গোসল করাতে চান। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে তা আর হয়নি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সকাল ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি ‘বাইতুল বিল্লাল’ এ পৌঁছায়। উঠানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ভাইয়ের পাশে তাকে দাফন করা হয়।