বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশী মালিকানাধীন বৃহৎ ব্যবসায়ীক প্রতিষ্ঠান জনতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজতে কর্মরত মোহাম্মদ সেলিম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার জনতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম (সি.আই.পি)।
সাইম আবুল কাশেম এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েত’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোকন, আয়োজক কোম্পানীর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হুসেন ও ছামি আবুল কাশেম।
এছাড়াও উক্ত কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় দেড় যুগ ধরে জনতা গ্রুপে কর্মরত সেলিম খান। সততা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এই ষ্টাফ। এ কথা উল্লেখ করে আলহাজ্ব আবুল কাশেম বলেন, জনতা গ্রুপ কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সকল ষ্টাফদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হালালভাবে ব্যবসার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করতে পারি।