হাকিকুল ইসলাম খোকন:যুক্তরাষ্ট্র সফররত কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। গত ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ক্যালির্ফোনিয়ার লস এঞ্জেলেসের ‘কিং অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে’ তাকে এ সংবর্ধনা দেয়া হয়। কুমিল্লা এসোসিয়েশন অফ ক্যালির্ফোনিয়া ও ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগ যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ই জাহান কাজলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা কৃতি সন্তান সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলাল, ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ প্যারিস, কুমিল্লা এসোসিয়েশন অফ ক্যালির্ফোনিয়া সভাপতি ও ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ক্যালির্ফোনিয়া ষ্টেট ছাত্রলীগের সভাপতি শওকত চৌধুরী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শাহিন, ডা: রবিউল আলম, শাহানা পারভীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এ প্রজন্মের ফারিহা মজুমদার এঞ্জেলা।
সংবর্ধনার জবাবে জননেতা আকম বাহাউদ্দিন বাহার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতোমধ্যে সরকারের কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশ নিয়ে ইতিবাচক ভাবুন। দেশের অগ্রগতি হচ্ছে। চাহিদার আলোকে আমাদের সরকার সুষ্ঠু পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রারিদ্রের হার এখন অনেক কমে নেমে এসেছে। মানুষ সুখেস্বাচ্ছন্দে জীবন যাপন করছে। প্রবৃদ্ধির হার বেড়েছে। বিশ্ব মন্দা আমাদের অর্থনীতিকে গ্রাস করতে পারেনি। সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় এখন সময়ের ব্যাপার মাত্র। স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা মাথা উচুঁ করে দাড়াঁবোই।
সভাপতির বক্তব্যে সফিকুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রূপকল্প-২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে ক্যালের্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগ সদাতৎপর। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণকে অভিনন্দন জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গিমুক্ত, আধুনিক ও জনকল্যাণময় দেশ হবে সেদিন আর বেশী দুরে নয়। উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা এসোসিয়েশন অফ ক্যালির্ফোনিয়ার সভাপতি ও ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন।বিমান বন্দরে অভিনন্দন:সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার গত ৫ সেপ্টেম্বর বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লস এঞ্জেলেস বিমান বন্দরে পৌঁছেন। সেখানে কুমিল্লা এসোসিয়েশন অফ ক্যালির্ফোনিয়া ও ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ই জাহান কাজল, আলী আহমেদ প্যারিস, জাহাঙ্গীর আলম, এমপির বড়ভাই সালাহউদ্দিন আহমেদ জ্যাম ও তার পরিবার বর্গের সদস্যসহ একটি প্রতিনিধি দল তাকে স্বাগত জানান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
সুত্র, বাপ্স নিউজ