আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ ৩১ শে আগস্ট সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর পহেলা সেপ্টেম্বর রোজ শনিবার কুয়েত সিটির এক হোটেলে স্থানীয় সময় রাত ৯টায় প্রতিবাদ সভা করেছে কুয়েত আওয়ামীলীগ ও রোববার স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতে সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক কলম সৈনিক এস এম আব্দুল আহাদ ১৬ই আগস্ট অবকাশ কালীন ছুটিতে বাংলাদেশ গিয়েছিলেন।
এস এম আব্দুল আহাদের অবকাশ কালীন ছুটির ১৪তম দিনে শুক্রবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রিয় মানুষ এস এম আব্দুল আহাদকে হারিয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা শোকে হতবিহবল হয়ে পড়েছেন।
এরই মধ্যে আহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে কুয়েত আওয়ামীলীগ ও বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কুয়েত আওয়ামীলীগ সহ সকল শ্রেণী পেশার প্রবাসীরা।
গতকাল রোববার মানববন্ধন কর্মসূচীতে যোগ দিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম কুয়েত আওয়ামীলীগ ও প্রবাসীদের দেয়া একটি স্মারকলিপি গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত আহাদ হত্যায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি আহাদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আহাদ একজন ভালো সংগঠক, সাংবাদিক ও কলম সৈনিক ছিলেন।
তিনি আরো বলেন, আহাদের বিয়োগে নিশ্চয়ই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
মানববন্ধন কর্মসূচীতে যোগ দিয়ে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান আহাদ হত্যায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি সদ্য নির্মমতার শিকার আহাদের ভূয়সী প্রশংসা করেন।
প্রাণপ্রিয় সংগঠক আহাদকে হারিয়ে শোকে কাতর কুয়েত আওয়ামীলীগের নেতাকর্মীরা, কুয়েত আওয়ামীলীগের নেতাকর্মীদের মুখ থেকে কেবল একটি কথাই উচ্চারিত হচ্ছে আমরা আহাদ হত্যার বিচার চাই।
নেতৃবৃন্দরা আহাদের হত্যাকারীদের খুঁজে বের করে উক্ত ঘটনার সাথে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবী জানিয়েছেন।
উল্লেখ্য,গত ৩০ শে আগস্ট সিলেটে আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্পাদক
ওবায়দুল কাদেরের এক সভায় যোগ দিতে আহাদ সিলেটে গিয়েছিলেন।
পরের দিন ৩১শে আগস্ট রাতে তার বাড়ি ফেরার কথা ছিল।
শুক্রবার ৩১শে আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী সংগঠক এস এম আব্দুল আহাদকে।