স্টাফ রিপোর্টারঃ ১৭ই অক্টোবর রোজ সোমবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম, আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক নেতৃবৃন্দরা।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে দূতাবাসে গিয়েছিলেন আরটিভির কুয়েত প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন,দৈনিক স্বাধীন সংবাদের কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, গাজি টিভির কুয়েত প্রতিনিধি মোহেন আহমেদ লিটন, কুয়েতের স্থানীয় আলকুত টিভির প্রতিনিধি এইচ,এম ফারুক ও অগ্রদৃষ্টির সম্পাদক আ,হ জুবেদ।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ ও সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের নিজ অফিস কক্ষে প্রায় ১ ঘণ্টা ব্যাপী আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন।
রাষ্ট্রদূত এস,এম আবুল কালাম কুয়েতে শত প্রতিকূলতা সত্ত্বেও সাংবাদিকদের বহু কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, আপনাদের মধ্যে এমনো কিছু সাংবাদিকরা আছে, যারা সাংবাদিকতার এই মহান পেশাকে যেমন একদিকে কুলষিত করছে; ঠিক তেমনি কুয়েতে দেশের ভাবমূর্তি নষ্ট করে চলেছে।
অতএব, এব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যদিও আমি ঐসব ব্যক্তিদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছি।
রাষ্ট্রদূত কিছু সংখ্যক রাজনৈতিক, সামাজিক নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, আমি এবং আমাদের দূতাবাস প্রবাসীদের স্বার্থেই কাজ করছে; কিন্তু কিছু সংখ্যক নেতারা নিজেদেরকে আমাদের চেয়েও বেশি দায়িত্ববান হয়ে কিছু করার চেষ্টা করেছেন, যেটি আমরা সম্প্রতি দেখতে পেরেছি।
সুতরাং, ঐসব নেতাদের এবিষয়টি মনে রাখার দরকার যে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের’ই আস্থার একটি শেষ আশ্রয় স্থল। এখানে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করা হয়, যদিও সম্প্রতি আমরা লক্ষ করেছি কতিপয় ব্যক্তিরা তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করার লক্ষ্যেই কিছু করেছেন।
এদিকে সাংবাদিকরা কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেন, কুয়েতে সম্প্রতি কালোবাজারি এবং কতিপয় ভিসার দালালদের দৌরাত্ত্ব চরমভাবে বেড়ে গেছে।
সাংবাদিকরা আরো বলেন, ভিসার দালালদের অমানবিক আচরণ ও চড়া মুল্যে ভিসা বিক্রির বর্তমান পরিস্থিতি প্রবাসীদের জীবন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে।
এমতাবস্থায় প্রবাসীদের হয়রানি লাঘবে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী সাংবাদিকরা।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন, যদি কোনো ভিসার দালালের কারণে প্রবাসীরা হয়রানির শিকার হয়, তাহলে অবশ্য’ই আপনারা ঐসব ভিসার দালালদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে নিউজ করতে পারেন; তখন দূতাবাস আপনাদের পাশে থাকবে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন সম্প্রতি প্রায় ১০০জন শ্রমিকদের আকামা সংক্রান্ত জটিলতার বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের একটি প্রশংসা করতেই হয় যে, এইসব শ্রমিকদের আকামা সহ অন্যান্য সমস্যা সমাধানে আপনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন।
জানাগেছে, এদিন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রায় এক ঘণ্টা ব্যাপী।