কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো ↪৬৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ↪৪৯৯৪১ জনে, চিকিৎসাধীন রোগীর সংখ্যা↪ ৯১১০ জন, গত ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করেছেন ↪৫২০ জন, মোট সুস্থতা লাভ করেছেন ↪৪০৪৬৩ জন ও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ↪১৫৭ জন।
🔴”আজ নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে।
🔴এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৬৮ জনের।
📌গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বিভিন্ন দেশের নাগরিক।
♦স্থানীয় নাগরিক- ৪৬৩
♦বিভিন্ন দেশের নাগরিক- ১৭৫
📌 ৫ প্রদেশে আক্রান্তদের সংখ্যা।
🔸ফারওয়ানিয়া – ৯৯
🔸আহমদি – ১৯৫
🔸হাওয়াল্লী – ৭৬
🔸জাহরা – ১৪১
🔸রাজধানী শহর – ১২৭
📌আবাসিক এলাকায় সর্বোচ্চ আক্রান্ত।
🔸সাদ আল আব্দুল্লা – ৩৯
🔸সাবাহ আল সালিম – ৩২
🔸সুবাহিয়া – ৩১
🔸রিক্কা – ২৫
🔸জাবের আল আলী – ২৫
🔸জাবের আল আহমেদ- ২৩
🔴মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের জিলিব আল সুয়েখ, ফারওয়ানিয়া ও মাহবুলা এলাকায় চলছে লকডাউন।
👉লাইক ও শেয়ার দিয়ে কুয়েতের তরতাজা খবর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।
📜সূত্র, আরব টাইমস
কনটেন্ট পার্টনার⬇
পেইজ-
↪https://m.facebook.com/kuwaitbanglanews/
↪https://m.facebook.com/banglatvkwt/
↪https://m.facebook.com/agrodristi
↪https://m.facebook.com/agrodristitv