মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. এমরান আহমদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এমরান আহমদ ওই গ্রামের আবুল কাসেমের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে অগ্রদৃষ্টিকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমরানকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় নাশকতার মামলা রয়েছে।