সেলিনা হালিম, স্পেন প্রতিনিধি: স্পেনের বার্সেলোনায় বাংলাভাষী মানুষের সংগঠন বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যেগে পিঠা উৎসব ও বিজয় দিবস পালিত হয়েছে। গত ২৯শে ডিসেম্বর শানিবার সন্ধ্যায় বার্সেলোনার Calle Calabria 66 তে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক খাদিজা আক্তার মনিকার সঞ্চালনায় অনুষ্ঠানে যৌথ ভাবে উপস্থাপনা করেছেন সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার ও প্রচার ও প্রকাশক সম্পাদক শিউলি আফরোজা। বিকাল ৫.০০ টা থেকে রাত ১০.৩০ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।
অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি স্পেনের সভাপতি উত্তম কুমার, শরিয়তপুর জেলা সমিতি স্পেনের সভাপতি সুলতান হোসেন, সহ-সভাপতি স্পেন আওয়ামীলীগের নুরে জামাল খোকন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, বাংলা প্রেস ক্লাব স্পেনের সাধারন সম্পাদক আফজান জনি, সুনামগঞ্জ সমিতি স্পেনের সভাপতি মনোয়ার পাশা, রাসেল হাওলাদার সাধারন সম্পাদক শরিয়তপুর জেলা সংগঠন, ভয়েস অফ বার্সেলোনার সভাপতি ফয়সল আহমেদ, বাংলাদেশ সমিতি স্পেনের যুগ্ম সাধারন সম্পাদক শফিক খান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন্ধুসূলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের বাচ্ছাদের কাছে, বিশ্বের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই। ডিসেম্বর মাস বিজয়ের মাস। তাই আমরা পিঠা উৎসবের সাথে বিজয় দিবস পালন করে থাকি। পিঠা খাওয়ার পাশাপাশি চলতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, ফ্যাশন শো, কুইজ, লটারি ও পুরষ্কার বিতরনী।
যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বন্ধুসূলভ মহিলা সংগঠনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে তারা হলেন, সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সহ-সভাপতি সেলিনা হালিম, সাধারন সম্পাদক খাদিজা আক্তার মনিকা, উপদেষ্টা নাজমা জামাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার আখিঁ ও হিরা জামান, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জেমি, ক্রিড়া সম্পাদক রুপালি, রাবেয়া জেসমিন সালমা সহ আরো অনেক।