সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের বড় ছেলে শেখ রশিদ মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুবাইয়ের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দুবাই।
শনিবার স্থানীয় সময় সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেখ রশিদের মৃত্যু হয় বলে খবরে জানায় সংবাদসংস্থাটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
শেখ রশিদের মৃত্যুতে এখন দুবাইয়ের যুবরাজ হলেন তার ছোটভাই শেখ হামদান।